কি কি বিষয় পাবেন বা কেন দীর্ঘমেয়াদি কোর্স ?
প্রথমে ভাবতে হবে আপনি কি চাইছেন ? বা সন্তানদের ইংরেজিতে কথা বলায় কতটা পারদর্শী করতে চাইছেন। ? শুধুমাত্র অফিসিয়াল কাজ কর্ম চালাতে যতটুকু দরকার ততটুকু নাকি অনেক বিষয় সম্পর্কেই একটু আধটু কথা বলার মত যোগ্যতা অর্জন করতে চাইছেন বা চাইবেন। ? আপনি কি জানেন সাধারণ কথাবার্তা বলতে কোন নির্দিষ্ট সীমার কোন সীমারেখা টানা যায় না ? সাধারণ বলতে আপনি কি বোঝাবেন ? যাই বলতে যান না কেন প্রায় সব বিষয়কেই আপনি ছুঁয়ে যান কথা বলার সময় |ছেলে মেয়েকে স্কুলে ভর্তির কথা বলার সময় স্কুলের কথা বলতে বলতেই কথা চলে আসবে, ভর্তি পদ্ধতি সম্বন্ধে, ভর্তি ফি, বাংলা মাধ্যম না ইংরেজি মাধ্যম, ইংরেজি মাধ্যম হলে সামর্থ্য ও আরো হাজার ব্যাপার।ভর্তির পদ্ধতি বললেই আসবে ফি, পড়ানোর পদ্ধতি, সংরক্ষণের পক্ষে আরো বিপক্ষে যুক্তি, সংরক্ষণ আসলেই আসবে রাজনীতির কথা। বাংলা মাধ্যমে না ইংরেজি মাধ্যমে, কথা আসলেই আসবে পছন্দ, অপছন্দ, সামর্থ্য-অসমর্থ্য, চালচলন ও জীবনধারা, কুসঙ্গ, সুসঙ্গ| সামর্থের কথা আসলেই আসবে,আপনার জীবিকা বা ব্যবসায়ের ভালো-মন্দ, ব্যবসায়ের কথা আসলেই আসবে VAT,GAT,GST ও আরো হাজার তত্ত |
ছেলে মেয়েকে পড়ানোর সময়ই ভাবছেন জীবন ও জীবিকা নিয়ে নানা কথা | জীবনের লক্ষ্য আর লক্ষ্য ভঙ্গ হলেই আবার নতুন লক্ষ্যের প্রতি লক্ষ্য। আর লক্ষ্যের জন্য লক্ষ্য আলোচনা, চিন্তা আর তার বহিঃপ্রকাশ |
তাহলে কথা বলার সময় বাদ দিলেন কোন বিষয়টাকে ? শিক্ষা, সামর্থ, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, ধর্ম- কর্ম, ভালো-মন্দ, পছন্দ-অপছন্দ, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ,সাহিত্য, সাধারণ জ্ঞান, বিশ্ব পরিস্থিতি, বিশ্ব অর্থনীতি, বিশ্ব রাজনীতি, ভ্রমণ এরকম শত রকমের আলোচনা চলে আসবে আপনার আলোচনার মাঝে।
তাই ইংরেজিতে কথা বলতে চাইলে প্রায় সমস্ত বিষয়ের উপরেই কিছু শব্দ, বাক্য আপনাকে জানতেই হবে | তা না হলে কথা বলতেই পারবেন না |
এক কথায় দরকার একটা যুক্তিপূর্ণ সময়সীমা, আপনি অনুভব করতে পারবেন বিভিন্ন বিষয়ে কথা বলার সময়।
আর ছাত্র-ছাত্রীদের জানতে হবে প্রায় সব বিষয়ের উপরযাতে কর্মজীবনে বা জীবিকা নির্ধারণের সময় ইংরেজি মাধ্যমের ছাত্র-ছাত্রীদের সাথে কঠিন লড়াই করে কর্মজীবনে প্রবেশ করতে পারে বা জীবিকা নির্ধারণ করতে পারে |
কারণ এখন প্রায় সব বড় বড় প্রতিষ্ঠানেই ইংরেজিতে কথাবার্তা চালাতে পটু ব্যক্তিরাই অগ্রাধিকার পায় এবং কর্মজীবনে দ্রুত উন্নতি লাভ করতে পারে | ব্যতিক্রম অবশ্যই আছে, তবে ব্যতিক্রম খুঁজতে গিয়ে যেন নিজেদের যুগের ব্যতিক্রম না করে তুলি | শিখতে চাইলে শিখতে হবে তিনমাস, ছয়মাস বা বছর নয়, শিখতে হবে কয়েক বছর। তবেই পাবেন সাফল্য |Elite আপনাকে দেবে পরিপূর্ণ শিক্ষা আর আপনাদের সাফল্য Elite কেও দেবে পূর্ণ সাফল্য।