কখন শুরু করবেন বা করাবেন ?
সবচেয়ে ভালো হয় লজ্জা বোধ হওয়ার আগেই | লজ্জাবোধ আসলেই আসবে সংকোচ | আর সংকোচের সঙ্গেই আসে ভয়। | সংকোচ আর ভয় মিলেই যে কোন ব্যক্তির উদ্যমকে নষ্ট করে দেয় | তখন যে কোন বিষয়ই আর শেখা হয়ে ওঠে না। যেমনটি হয়েছে, হয় এবং হচ্ছে আমাদের বড়দের ক্ষেত্রে | আমরা অনেকেই ইংরেজি ভাষাটা জানি। কিন্তু সংকোচে মুখ না খোলার জন্য কখনোই ইংরেজি কথোপকথনে পারদর্শী হয়ে উঠতে পারিনি | ছোটবেলা থেকেই নাচের অভ্যাস থাকলে একজন যে কোন বয়সেই নাচতে পারে | একজন পূর্ণবয়স্ক ব্যক্তি যার কোনদিনই নাচের অভ্যাস ছিল না, তাকে নাচতে বললে লজ্জা তো পাবেই | তাই শুরু করলে ভালো হয় ছোটবেলা থেকেই | যারা একটু বড় বা বড়ই তাদের শুরু করা উচিত আজ থেকেই, কাল নয় | কাল হয়তো বা কাল হয়ে যাবে |